উপজেলা আই.সি.টি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) এ রয়েছে কম্পিউটার, প্রজেক্টর, প্রিন্টার ও আধুনিক যন্ত্রপাতি সম্বলিত একটি উন্নত আইসিটি ল্যাব। মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষকদের 15 দিন ব্যাপী যুগোপযোগী আই.সি.টি ট্রেনিং প্রদানের মাধ্যামে মাল্টিমিডিয়া ক্লাশ পরিচালনার জন্য দক্ষ করে তোলা হয়।
প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য রয়েছেন প্রশিক্ষিত, দক্ষ ও আন্তরিক আট জন মাস্টার ট্রেইনার।
ইউআইটিআরসিই, চাটখিল, নোয়াখালীতে 2 ধরনের ট্রেনিং প্রোগ্রাম পরিচালনা করা হয়:
1। বেসিক আই.সি.টি ট্রেনিং ফর টিচার্স
2। কম্পিউটার হার্ডওয়্যার, নেটওয়ার্ক ও ট্রাবলশুটিং
এছাড়াও রয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি সাইবার সেন্টার। ট্রেনিং শেষে শিক্ষকগণ যে কোন সময় বিনামূল্যে এটি ব্যবহারের সুযোগ পান। তাছাড়া যে কোন নাগরিক স্বল্পমূল্যে এই সাইবার সেন্টার ব্যবহার করে বিভিন্ন অনলাইন আবেদন ও প্রিন্ট করতে পারেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS