Wellcome to National Portal
Main Comtent Skiped

Achievement

 

উপজেলা আই.সি.টি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই), চাটখিল, নোয়াখালী কেন্দ্রে মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষকদের Basic ICT Training (১৫ দিন); Computer Hardware, Network and Troubleshooting (১৫ দিন)  এবং Interactive Teaching and Live Class Management (৬ দিন) শীর্ষক প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের ফলাফল প্রদান, বার্ষিক শিক্ষা জরিপ, অনলাইন ইআইআইএন আবেদন সহ বিভিন্ন কাজে শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে সহযোগিতা প্রদান করে আসছে।

উক্ত প্রশিক্ষণসমূহের প্রতি ব্যাচে ২৪ জন করে প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

২০১৫-১৬ অর্থবছর থেকে শুরু করে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ৮৪ ব্যাচে মোট ২০১৬ জন শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।